ব্লাড ক্যান্সারে আক্রান্ত কামিল (৩০) নামে একজন ভুক্তভোগী বাঁচতে চান। চিকিৎসার জন্য প্রয়োজন ২০ থেকে ২২ লক্ষ টাকা। প্রায় ২ বছর থেকেই কামিল ব্লাড ক্যান্সারে ভুগছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে কামিলের এতো ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।কামিলকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর বড় ভাই জামিল ও সহকর্মীরা।
কামিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আসদ আলীর ছেলে। বাবা হারা কামিলের পরিবারে দুই ভাই, দুই বোন ও মা আছেন। অসুস্থ হওয়ার পূর্বে কামিল গাড়ি চালিয়ে সংসারের জীবিকা নিবারণ করতো। পরে সে জীবিকার তাগিদে প্রবাসে (কাতার) পাড়ি জমান। সেখানে তার ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ে। এরপর তাকে দেশে এনে সিলেট এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ডাক্তার সাময়িক ঔষধ দেয়। ডাক্তার বলেছে তার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ হবে।এতো ব্যয়বহুল খরচ কামিলের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
কামিলের বড় ভাই জামিল আহমদ বলেন-আমার ছোট ভাই কামিল প্রায় ২ বছর থেকে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। আমি প্রবাসে (কাতার) থাকি সেখানে যা রোজগার করি তা থেকে কোনরকম সংসার চলে। কামিলের চিকিৎসার জন্য প্রায় ২০-২২ লক্ষ টাকার প্রয়োজন। আমার এই স্বল্প আয়ে চিকিৎসার এতো ব্যয়বহুল খরচ বহন করা অসাধ্য হয়ে পড়েছে। তাই নিরুপায় হয়ে আমি আমার ভাইকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা পেলে আমার ভাইকে হয়তো মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচাতে পারবো। কামিলের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা সম্বল ছিল সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে ভাইয়ের চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আপনাদের একজন ভাই হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারব। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার ভাইয়ের জীবন বেঁচে যেতে পারে।
আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যম
জামিল আহমদ (রোগীর বড়ভাই)
মোবাইল: ০১৩২৭-৯৪৯০৬১
আপনার মতামত লিখুন :