binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু


বিনোদনের পদ্মফুল | গাংনী (মেহেরপুর) প্রতিনিধি অক্টোবর ২৫, ২০২৪, ০৫:০২ পিএম গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় লিখন হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা গ্রামে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। এঘটনায় অটোবাইক চালক সামান্য আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠু জানান, লিখন হোসেন গাংনী থেকে সাহারবাটি ও সাহারবাটি থেকে গাংনী গামী একটি অটোবাইক চৌগাছাতে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিখন হোসেন গুরুত্বর আহত হয়। 
স্থানীয়রা তাকে দ্রুত গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়াতে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় পাবনা জেলার রুপপুর এলাকায় পৌছানোর পর তার মৃত্যু হয়।  
ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, লিখন হোসেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবার-সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিখন ষোলটাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলো। 
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Side banner