গাইবান্ধা সমন্বয় সমিতির (রেজি: নং ৯১২/২০০৪) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালে ৩১ নির্বাহী বিশিষ্ট সদস্য নিয়ে স্টেশন রোড গাইবান্ধায় প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা সমন্বয় সমিতি। ৩১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে যাত্রা শুরু করে সমিতিটি। বর্তমান সমন্বয় সমিতির পাঁচ শতাধিক সদস্য রয়েছে। এতে সভাপতি শেখ ইকবাল আহমেদ, সাধারণ সম্পাদক নাসির ইসলাম ও কোষাধক্ষ্য সাজ্জাদুর রহমান খান সহ উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটি রয়েছে।
উক্ত বার্ষিক সাধারণ সভায় শেখ ইকবাল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসির ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক এম তাসের আলীর সঞ্চালনায় উক্ত সমন্বয় সমিতির সভায় শুরুতে কোরআন তেলোয়াত ও জুলাই আগস্ট বিপ্লববের ছাত্র জনতার শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে। পরে কোষাধক্ষ সভাপতির অনুমতিক্রমে সংগঠনের হিসাব নিকাশ তুলে ধরেন।
সংগঠনের সভাপতি শেখ ইকবাল আহমেদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমন্বয় সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ফজলুল করিম, উপদেষ্টা এডভোকেট রফিকুল আলম চঞ্চল, উপদেষ্টা শাকিল ইসলাম পাপুল, সমন্বয়ে সমিতির সাধারণ সম্পাদক নাসির ইসলাম, সহসভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম বাবু, দপ্তর সম্পাদক সালেহীন বাবলু কোষাধক্ষ সাজ্জাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক সহ প্রমুখ বক্তাগণ বক্তব্য রাখেন।
উক্ত সমন্বয় সমিতির আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ বছর ধরে সংগঠনটি পরিচালিত হচ্ছে সুনামের সহিত। এখানে যারা সভাপতি সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ থাকেন তারা বিনা পারিশ্রমিকে সমন্বয় সমিতিতে সময় প্রদান করছেন। সদস্যদের কথা চিন্তা করে সদস্যদের জমানো অর্থ সদস্যদের মাঝেই ঋণ হিসেবে বিতরণ করা হয়। এতে করে যে মূলধন আছে তা সদস্যদেরই মূলধন। এটি একটি পুরাতন সমিতি এবং ঐক্যবদ্ধ সমিতি। বাংলাদেশের অন্য কোথাও এরূপ সংগঠন আছে কিনা তা জানা নেই তবে গাইবান্ধায় এই সংগঠনটি সমন্বয় সমিতির সদস্যদের সবদিক ভালো-মন্দ বিচার করে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সংগঠনে যারা নেতৃত্ব দেন তাদেরকে নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্বে আসতে হয়। ১৯৯৯ সালে ২০ টাকা করে সঞ্চয় জমার মধ্য দিয়ে তিল তিল করে আজ ২৫ বছরে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই সমন্বয় সমিতির সুনাম যাতে অক্ষুণ্ন থাকে সে ব্যাপারে সবাইকে সচেতন ও আন্তরিকতার সহিত ভূমিকা রাখার জন্য উপদেষ্টাগণ সহ বক্তারা উপদেশ মূলক বক্তব্য রাখেন।
পরিশেষে উপস্থিত সদস্যদের মাঝে সমিতির পক্ষ থেকে দুপুরের খাবারে বিতরণের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা সমাপ্ত ঘোষণা করেন সভাপতি।
আপনার মতামত লিখুন :