binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বিনোদনের পদ্মফুল | গাংনী প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২৪, ০৮:১২ পিএম গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে তালহা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১ টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। তালহা উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।
তালহার মামা মাহিন জানান, বাড়ির পাশে নিজেদের একটি পুকুর রয়েছে সেই পুকুর পাড়ে তালহা খেলা খেলছিল। অসাবধানতাবশত পুকুরপাড় থেকে পানিতে পড়ে যায়। তাহলা বাড়ি আসতে দেরি করায় তাকে খুজতে গিয়ে দেখি পুকুরে সে ভাসছে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক সমস্যা জনিত কারণে তালহা বেশ কিছুদিন যাবত তার মায়ের সাথে নানা বাড়ি এলাঙ্গিতে বসবাস করে আসছিলো।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, তালহাকে হাসপাতালে নেওয়ার পূর্বে মৃত্যু হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল জানান, পানিতে ডুবে তালহার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্য মামলা প্রক্রিয়াধীন।

Side banner