binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভবদহের আর এক মরণ ফাঁদের নাম ডায়ির খাল


বিনোদনের পদ্মফুল | মাসুদ রায়হান অক্টোবর ২৩, ২০২৪, ০৪:৪৭ পিএম ভবদহের আর এক মরণ ফাঁদের নাম ডায়ির খাল

বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের মরণ ফাদ ভবদহ। এই ভবদহের মোট ২৮টি সুইচ গেট দিয়ে বায়ান্ন বিলের পানি অপসারণ হয়, যেখানে বর্তমানে ৪টি পাওয়ার পাম্প সহ মোট ১৭টি পাম্পের মাধ্যমে বায়ান্ন বিলের পানি নিস্কাসণের কাজ চলছে। যার মাধ্যমে আমডাঙ্গা খাল দিয়ে হরি নদীতে পানি নেমে যাচ্ছে। ফলে এই বায়ান্ন বিলের পাশের মানুষ কিছুটা স্বপ্ন দেখছে হয়তো তাড়াতাড়ি তারা তাদের ঘর বাড়িতে বসবাস করতে পারবে এই দুই স্থান দিয়ে পানি সরার কারণে। 
কিন্তু সবার আড়ালে থেকে যাওয়া ভবদহের আর এক মরণ ফাদ ডায়ির খাল নামক স্থান, যেখানে সাতটি সুইস গেট গিয়ে সাতাশ বিলের পানি অপসারণ হয়। সেই গেট দিয়ে পানি সরানোর চেষ্টা করছে স্থানীয় লোকজন।
তবে নদীর নাব্যতা না থাকায় ও সুইস গেটের দুই পাসের পানি সমতা থাকায় তাদের এ সকল চেষ্টা বৃথা যাচ্ছে।  ফলে সাতাস বিলের দুই পাসের কয়েক লক্ষ্য মানুষের ভাগে কি আছে তারা তা বুঝতে পারছেনা।
যদি কিনা ভবদহের ২১ সুইস গেটের মতো পাওয়ার পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সরকারি ভাবে ডায়ির খাল নামক স্থানে। তাহলে তাদের ঘর বাড়ি ছেড়ে সরকারি আশ্রয় কেন্দ্র থাকতে হবে কয়েক মাস। আগামী ইরি মৌসুমে তারা তাদের ফসল ফলাতে পারবেনা। যে কারণে এই সাতাশ বিলের পাশে বসবাসরত লক্ষ লক্ষ মানুষের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে। 
তাই এই সাতাস বিলের দুই পাসের মানুষের দাবি অতি দ্রুত যেন ডায়ির খালি নামক স্থানে সুইস গেটে পাওয়ার পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীকে বেঁচে থাকার সুযোগ করে দেয়। 
ওই এলাকার মানুষ ত্রাণ চায় না। তারা পানি বন্দী থেকে বাঁচতে চায়। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করে।

Side banner