binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জিএমএস গ্রুপের এমডি গোলাম মোস্তফাকে ঝিকরগাছায় দাফন


বিনোদনের পদ্মফুল | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি অক্টোবর ২২, ২০২৪, ০৭:১২ পিএম জিএমএস গ্রুপের এমডি গোলাম মোস্তফাকে ঝিকরগাছায় দাফন

ঝিকরগাছার কৃতি সন্তান গদখালী রজনীগন্ধা গোল্ডস্টোরেজসহ জিএমএস গ্রুপের এমডি আলহাজ্ব গোলাম মোস্তফা (৮৪) এর দাফন সম্পন্ন হয়েছে। 
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নাভারন ইউনিয়নের নিত্যনন্দকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন, মরহুমের একমাত্র ছেলে শামসুল আরেফিন। 
জানাজায় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা এ্যাড. গাজী এনামুল হক, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সদ্য বিদায়ী আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বিদায়ী যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, ইমরান হাসান সামাদ নিপুণ, আশফাকুজ্জামান খান রনি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াসউদ্দিন, বেজিয়াতলা মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, বাকঁড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, সম্মিলনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ইদ্রিস আলী, এড. হাবিব কাইসার বিন সাইদ,  কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজাসহ বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা, মসজিজের প্রধানগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ আশপাশের কয়েক গ্রামের মুসল্লী। 
উল্লেখ্য. গত রবিবার বিকাল ৪টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব গোলাম মোস্তফা মৃত্যুবরণ করেছিলেন।

Side banner