কুমিল্লার চান্দিনা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ তাছবীর হোসেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় একজন অসাধু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ (১) ধারায় একজনকে ৩ হাজার টাকাসহ মোট ২ মামলায় ২ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১ অক্টোবর) বাজার মনিটরিংকালীন সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান কোনো স্থানে মূল্য তালিকা টাঙানো ও তা যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনাও প্রদান করা হয়।
এ বিষয়ে চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা মো: তাছবীর হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পূর্বের ন্যায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে দুই মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়ে।
ভবিষ্যতে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :