binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চান্দিনায় বাজার তদারকি অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা 


বিনোদনের পদ্মফুল | এ.কে পলাশ অক্টোবর ২১, ২০২৪, ১১:৩৫ পিএম চান্দিনায় বাজার তদারকি অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা 

কুমিল্লার চান্দিনা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ তাছবীর হোসেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় একজন অসাধু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ (১) ধারায় একজনকে ৩ হাজার টাকাসহ মোট ২ মামলায় ২ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১ অক্টোবর) বাজার মনিটরিংকালীন সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান কোনো স্থানে মূল্য তালিকা টাঙানো ও তা যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনাও প্রদান করা হয়। 
এ বিষয়ে চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা মো: তাছবীর হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পূর্বের ন্যায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে দুই মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়ে। 
ভবিষ্যতে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Side banner