binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
মাঠ জুড়ে সবুজের সমারোহ

সোনাতলায় আমন ধানে পূরণ হবে কৃষকের স্বপ্ন


বিনোদনের পদ্মফুল | বিকাশ স্বর্নকার, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি  অক্টোবর ১৯, ২০২৪, ০২:৪৭ পিএম সোনাতলায় আমন ধানে পূরণ হবে কৃষকের স্বপ্ন

বগুড়ার সোনাতলায় মাঠজুড়ে সবুজের সমারোহ রোপা আমনের ক্ষেত দেখে মনে হয়, এ যেন আবহমান গ্রামবাংলার উদ্ভাসিত এক রূপ। কৃষকের সোনালি স্বপ্ন যেন লুকিয়ে আছে সবুজের মাঝেই। ফলে এউপজেলার দিগন্তজুড়ে নজর কাড়ছে রোপা আমন ক্ষেত। যেদিক দুচোখ যায় অপরুপ সবুজের সমারোহ। ফলে কৃষকেরা বুক বাধা স্বপ্নের প্রতিফলন ঘটবে রোপা আমনে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবার হয়তবা আশানুরূপ ফলন পাওয়ার আশা করছেন এলাকার কৃষকেরা।
শতকরা প্রায় ৭০ ভাগ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের সংসারের মৌলিক চাহিদা পুরণে চেষ্টা করেন। ফলে এ উপজেলায় সবচেয়ে লাভজনক ফসলই হচ্ছে রোপা আমন ধান। এদিকে উপজেলার পুর্বাঞ্চল পাকুল্যার যমুনার তীর ঘেঁষে প্রতিবারই আঘাত হানে বন্যা। তবে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তারাও ফসলি জমিতে রোপা আমনের ফসল ফলায়।কৃষকেরা জানান,রোপা আমন চাষে প্রাকৃতিক বৃষ্টিই যথেষ্ট তবে সেই প্রাকৃতিক বৃষ্টির অভাবে সেচের উপর নির্ভর করতে হচ্ছে তাদের।সে কারণে অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এবারে ধানচারা।এরই মধ্যে ধানের ক্ষেতগুলো সবুজ রঙ ধারণ করায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, 
চলতি মৌসুমে আমন ধান চাষাবাদে কৃষকরা যাতে করে ভালো ফলন ঘরে উঠাতে পারে সে ব্যাপারে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া বেশ কিছু কৃষককে প্রণোদনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এবার আমাদের লক্ষ্যমাত্রা ৯২৫০হেঃ তবে অর্জন হয়েছে ৯৭৪৫হেঃ যার কারণে লক্ষ্যমাত্রা চেয়েও বেশি ধান রোপণ করেছে কৃষক। ফলে আধুনিক ও উচ্চ ফলনশীল জাত সম্পর্কে সবসময়ই ধারণা সব সময়ই আমরা কৃষকে দিয়ে যাচ্ছি। 

Side banner