পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় বেড়া ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার মৃত হাসান আলী মোল্লার পঞ্চম পুত্র বেড়া বিএম বনানী সংঘের কৃতি ফুটবলার, এথলেটিক্স, বেড়া সংগীত শিক্ষাকেন্দ্রর বংশীবাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন মোল্লার (ঝন্টু) জানাজা সম্পন্ন হয়।
রবিবার (১৩ অক্টোবর) বাদ জোহর বেড়া বি বি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার অবস্থার অবনতি হলে সন্ধ্যা পৌনে সাতটায় তিনি সেখানে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী মুক্তিযোদ্ধারা তাকে দেখতে তার বাড়িতে ভীড় জমান। বিপুল সংখ্যক মানুষ তার জানাজা নামাজে শরীক হয়ে এ মুক্তিযেদ্ধাকে শেষ শ্রদ্ধা জানান।
রাষ্ট্রের পক্ষে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. মোরশেদুল ইসলাম তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পৌর এলাকার বনগ্রাম মৈত্রবাঁধা-সান্যালপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :