binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ঝিনাইগাতীতে মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


বিনোদনের পদ্মফুল | মিজানুর রহমান মে ১, ২০২৪, ০৭:৫৩ পিএম ঝিনাইগাতীতে মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“দুনিয়ার মজদুর এক হও লড়াই কর, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং ঢাকা ৩২৭৭) সভাপতি মো. সিরাজুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল।
এছাড়াও ঝিনাইগাতী উপজেলার শ্রমিক ইউনিয়নের সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Side banner