অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণসহ সামাজিক সম্প্রীতি রক্ষার্থে ফরিদপুরের সালথায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চত্ত্বরে সালথা থানা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার সুপার কাজী ছায়েম, পুরুরা মাদ্রাসার মোহতামিম নিজামুদ্দিন, ভাওয়াল ইউনিয়ন বীট অফিসার এস আই আবুল কালাম আজাদ, সহকারী বীট অফিসার এএসআই মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :