binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
বন্যা কবলিত এলাকা 

ফুলপুরে উদ্ধারে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন র‌্যাপিড রেসপন্স বিডি


বিনোদনের পদ্মফুল | ইকবাল হুসাইন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি অক্টোবর ৬, ২০২৪, ০৬:০৬ পিএম ফুলপুরে উদ্ধারে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন র‌্যাপিড রেসপন্স বিডি

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নালিতাবাড়ী এবং হালুয়াঘাট এলাকা থেকে পানি নেমে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছন্দরা ইউনিয়ন পুরোটা প্লাবিত হয়েছে। উদ্ধার কার্যক্রম সকাল থেকে চলছে। স্থানীয় নৌকা ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে কয়েকশ মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। ফসলি জমি প্লাবিত হয়েছে। ইউনিয়নটিতে যাওয়ার সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।
অন্যান্য ইউনিয়নেও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নেও জলবদ্ধতা রয়েছে। তবে ছনধরা সিংহেশ্বর সবচেয়ে বেশি। আজ সকালের হিসাবে ৫ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
ফুলপুরে পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ করছে র‌্যাপিড রেসপন্স বিডি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে বয়স্ক, শিশু ও নারীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় বলে জানান সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাসফিক হক নাফি।
তিনি বলেন, আজ রবিবার (৬ অক্টোবর) দুপুর দুইটা পর্যন্ত ২৬৭ জনকে উদ্ধার করেছে। ১৯ জন স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত আমাদের টিম। আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুরো উপজেলায় ৩ হাজার ৬৩০ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত। এর মধ্যে ১ হাজার ৪৮০ হেক্টর জমির অবস্থা বেশি খারাপ। এছাড়া ৭০ হেক্টর সবজি ও ২ হেক্টর মাষকলাই পানিতে নিমজ্জিত রয়েছে। টানা বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ। 

Side banner