গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে মাগুরা শ্রীপুরে সেলস সেন্টার, বিউটি পার্লার ও ফুড কর্নারের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মার্কেটে পৃথক তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা বিবেকানন্দ মণ্ডল টুটুল, উপজেলা সংগঠক হুমায়ন বিশ্বাস, মাঠ সমন্বয়কারী আখিরুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীগণ।
আপনার মতামত লিখুন :