binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কালাইয়ে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের চেক বিতরণ


বিনোদনের পদ্মফুল | সুকমল চন্দ্র বর্মন এপ্রিল ৩০, ২০২৪, ০৮:০৬ পিএম কালাইয়ে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের চেক বিতরণ

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক সাহায্য সহযোগিতার জন্য মাননীয় এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেন। তিনি কালাই উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ তহবিল হতে অর্থ পাওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মাঝে ১১ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সুবিধাভোগীরা অর্থের চেক হাতে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ও মননীয় হুইপ আল মাহমুদ স্বপন এমপির মঙ্গল কামনা করে তারা দোয়া করেন।

Side banner