binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পাবনায় ট্রেনে কাটা পড়লো কৃষকের সাতটি ছাগল


বিনোদনের পদ্মফুল | চাটমোহর (পাবনা) প্রতিনিধি অক্টোবর ৩, ২০২৪, ১১:৩২ এএম পাবনায় ট্রেনে কাটা পড়লো কৃষকের সাতটি ছাগল

পাবনায় ট্রেনে কাটা পড়ল গরিব কৃষকের সাতটি ছাগল। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর রেলস্টেশনের অদূরে, ট্রেনে কাটা পড়ে এক গরিব  কৃষকের সাতটি ছাগলের মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছাগলগুলোর মালিক ঐ গ্রামের মৃত. রাজি মোল্লার ছেলে কৃষক লুৎফর মোল্লা।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহীন আলম নামের এক যুবক জানান, বুধবার দুপুরে কৃষক লুৎফর মোল্লার ছাগলগুলো বাড়ির পাশের একটি জমিতে ঘাস খেয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে মালিকের বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় ঢাকা থেকে রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একে একে সবগুলো ছাগল ঘটনাস্থলেই মারা যায়। এসময় রেললাইনের আশে পাশে কোন লোকজন ছিল না।
একে একে সাতটি ছাগলের মৃত্যুতে কৃষক লুৎফর মোল্লা বাকরুদ্ধ হয়ে পড়েছে। তার ছোট মেয়ে আদরের ছাগলগুলোর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে। ছাগলগুলোর আনুমানিক বাজার মুল্য লাখ টাকার ওপরে হবে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

Side banner