binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
সভাপতি ইউসুফ সম্পাদক কাশেম

পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত


বিনোদনের পদ্মফুল | মো. চাঁন মিয়া, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১২:৩৫ পিএম পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রাথী না থাকায় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন।
এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে দুইজন ও প্রচার সম্পাদক পদে তিনজন প্রার্থী অংশ নেয়।
ভোট গণনা শেষে সাধারণ সম্পাদক পদে মো: আবুল কাশেম, কোষাধ্যক্ষ পদে মো: মহসিন ছরোয়ার, দপ্তর সম্পাদক পদে মো: খলিলুর রহমান ও প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পানছড়ি উপজেলা বিএনপি'র সভাপতি মো: বেলাল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আবদুল আজিজ, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো: নজরুল ইসলাম, মো: নাছির উদ্দিন, মো: আক্তার হোসেন, ও মো: ছোলেমান।

Side banner