তেঁতুলিয়ায় বাসের সাথে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় থ্রি-হুইলারটির চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন বাসটির বেশ কয়েকজন যাত্রী। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে বোয়ালমারীর আমতলীর তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আতিকুল্লাহ বাবু বোদা উপজেলার সরদারপাড়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। সে বোদা বাজারের জয়নব বেকারীতে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পঞ্চগড় বোদা উপজেলা থেকে বেকারী মালামাল নিয়ে থ্রি-হুইলার নিয়ে তেঁতুলিয়ার দিকে আসছিলেন আতিকুল্লাহ বাবু। এদিকে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী ঢাকা মেট্রো-ব ১২-১০১৭ পঞ্চগড় জেলা মালিক সমিতির বাসটি বোয়ালমারীর এইচ আর ফিলিং স্টেশন তেল পাম্পের কাছাকাছি পৌছালে থ্রি হুইলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে থ্রি হুইলারের চালক মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ পড়ে যান।
স্থানীয়রা তাকে ঘটনাস্থল হতে দূরত্ব উদ্ধার করে একটি চার্জার ভ্যান যোগে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। তারা আহত হয়েছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লাহ বাস-থ্রি হুইলারের সংঘর্ষে থ্রি হুইলারের চালকের নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :