নলছিটি পৌরসভায় তামাকজাত দ্রব্য ও সিগারেট বিক্রির জন্য লাইসেন্সিং বাধ্যতামূলক করা এবং স্কুল কলেজের ১০০ মিটারের মধ্যে যেসব দোকানগুলোতে তামাকজাত দ্রব্য ও সিগারেট বিক্রি করে তাদের উচ্ছেদ অভিযান সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির যৌথ আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল) নলছিটি পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন নলছিটি পৌরসভার মেয়র আ. অহেদ খাঁন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার রাসেল ডালি। স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান মৃধা। এছাড়াও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর, বিভিন্ন সরকারী ও বেসরকারি স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় নলছিটি পৌর মেয়র সভায় লাইসেন্সিং এর জন্য চিঠি ইস্যু করেন এবং এর দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :