binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ পাহারার দাবিতে সংবাদ সম্মেলন


বিনোদনের পদ্মফুল | মনির মোল্যা আগস্ট ১২, ২০২৪, ০৮:৩৫ পিএম বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ পাহারার দাবিতে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ পাহারার দাবিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাংকপাড়া প্রধান কার্যালযয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালযয়ে বঙ্গবন্ধুর সমাধিতে  পুলিশ পাহারার দাবি জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি  মো. মাহবুব আলী খান  বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ঘাড়ে বন্দুক রেখে দীর্ঘ প্রায় একমাস ধরে জামাত বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে । যার প্রেক্ষিতে  ৫ ই আগস্ট  সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করে। সেই সাথে প্রতিহিংসা মূলক ভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে পুলিশ প্রত্যাহার করে নেয় প্রশাসন।  যার প্রেক্ষিতে  জাতির জনকের সমাধিস্থল অরক্ষিত রয়েছে। তাই সাংবাদিকদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আহ্বান জাতির জনকের সমাধি রক্ষা করার জন্য পুলিশ পাওয়ার প্রয়োজন। আমরা গোপালগঞ্জবাসী  জাতির জনকের সমাধিতে পুলিশ পাহারার আহ্বান করছি।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম এর বাড়িতে হামলা সহ সারা দেশে নৈরাজ্য, ভাংচুরের প্রতিবাদ সহ নিন্দা জানান তিনি।
এ সময় তারা ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধ নমিত, নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। পরবর্তীতে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদ জি,এম সাহাবুদ্দিন আজম, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সহ সভাপতি আতিয়ার রহমান, বীর মুক্তিকযোদ্ধা লুৎফর রহমান বাচ্চু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপপ্রচার শিমুল চৌধুরি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন, সাধারণ সম্পাদক আমির হামজা, সাবেক বঙ্গবন্ধু কলেজ সভাপতি দ্বীন ইসলাম সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলার জুবায়ের হোসেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবির, মাহবুব হোসেন সারমাত, চৌধুরি হাসান মাহমুদ, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোটার এ জেড আমিনুজ্জামান রিপন, প্রসূন মন্ডল, মাই টিভির  আরিফুল ইসলাম, চ্যানেল এস কাজী মাহমুদ, যুগের সাথীর মনির মোল্যা, বাংলাদেশের খবরের পলাশ শিকদার, এসএ টিভির আজিজুর রহমান টিপু, দৈনিক আলোর সময়ের শিহাব মোল্যাসহ চ্যানেল ২৪ এর বাদল সাহা সহ  গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Side banner