binodonerpadmaful
ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বোরো ধানের শীষে দোল খাচ্ছে গোমস্তাপুরের কৃষকের স্বপ্ন


বিনোদনের পদ্মফুল | সিফাত রানা এপ্রিল ২০, ২০২৫, ০১:৩৬ পিএম বোরো ধানের শীষে দোল খাচ্ছে গোমস্তাপুরের কৃষকের স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ। বিস্তীর্ণ মাঠ জুড়েই এখন সবুজের সমারোহ। বোরো ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের বুকভরা স্বপ্ন। ধান গাছের সবুজ পাতা আর কাঁচা শিষ দেখে আনন্দে ভরে উঠেছে কৃষকের মন।
কয়েকদিন পরেই ধানের সবুজ গাছ এবং কাঁচা শিষ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর সোনালী ধানের শিষে ঝলমল করবে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষক-কৃষাণীর শূন্য গোলা।
যথা সময়ে জমিতে সার, কীটনাশক প্রয়োগ ও নিবিড় পরিচর্যার কারণে ইরি-বোরোর বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোমস্তাপুর উপজেলার রাধানগর, পার্বতীপুর ইউনিয়ন ও নাচোল উপজেলার নেজামপুর, কসবা ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বোরো ধানের মাঠে সবুজের সমারোহ। ধানের প্রতিটি খেতে শিষ উঁকি দিচ্ছে। কৃষকরা ধান গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঠে সেচ, সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং পার্চিং ব্যবহার করছেন কেউ কেউ।
কৃষকরা জানান, ধানের সবল-সতেজ চারা এবং শিষ বের হয়েছে। কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বোরো মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা।
তারা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে চাষাবাদ কৃত ইরি-বোরো ধান গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। বৈশাখ মাসের মাঝামাঝি ধান কাটা শুরু হবে। তখন পূরণ হবে কৃষকের স্বপ্ন।
পার্বতীপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। ফলনও বেশ ভালো হয়েছে। তাই এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ, তানভীর আহমেদ সরকার বলেন, সঠিক সময়ে চারা লাগানো, যথাসময়ে সেচ দেয়া, নিবিড় পরিচর্যা এবং আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বোরো ধানের ভালো ফলন হয়েছে।
পোকামাকড় আক্রমণ না করে এমন ধান লাগানোর জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে। চলতি বছরে ধানে তেমন রোগবালাই নেই বল্লেই চলে। আগামী ১০/১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Side banner