রোরো কাটায় ব্যস্ত বিশ্বনাথের কৃষক। ঘোলায় তুলতে ব্যস্ত কৃষাণী। এবছর ভাল ফলন হয়েছে বলে ফুরফুরে মেজাজে রয়েছেন কৃষককূল। প্রাকৃতিক কোন ক্ষতির মুখে না পড়লে পুরো উপজেলায় আবাদকৃত বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা পুরণ হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
বিশ্বনাথ উপজেলার বিভিন্ন হাওয়র ঘুরে দেখা গেছে এ পর্যন্ত পাঁকা ধানের অনুপাত রয়েছে ২৫% ভাগ। বেশির ভাগ ধান না পাকায় পুরো ধমে কাটার উৎসবমুখর পরিবেশ এখনও সৃ্ষ্িট হয়নি। কৃষি অফিস থেকে জানা যায় এ পর্যন্ত ৮ থেকে ৯ শতাংশ বোরো কাটা সমাপ্ত হয়েছে। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় এবছর বিভিন্ন রোগ বালাইয়ের মাত্রা কমেছে। বোরো ধান বুটিং স্তরে থাকাবস্তায় বৃষ্টি হওয়ার ফলে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব কমেছে। বর্তমানে আগাম জাতের হাইব্রীড ব্রি ধান ৭৪, বিএডিসি এর জনপ্রিয় হাইব্রীড জাত এসএল৮এইচ জাতসমুহ কর্তনের দৃশ্য দেখা গেছে মাঠে। কাটা বোরোর হেক্টর প্রতি ৬.২০টনের কমবেশি ধান উৎপাদনের বিষয়টি জানিয়েছেন কৃষকেরা।
২০২৫ অর্থ বছরে বিশ্বনাথে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ধরা হয় ৭২৩০ হেক্টর, যার উৎপাদন হয়েছে ৭২৯৬ হেক্টর। গতবছরের তুলনায় এ বছর ৬৬ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে।
বোরো উৎপাদনে এবছর উপজেলা ১১০০শত কৃষকের মাঝে এসএল৮এইচ জাতের বোরো ধানের ২ কেজি করে বীজ, ৩২০০ কৃষককে ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২, ব্রি ধান ৭৪ জাতের পাঁচ কেজি করে বীজ; ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে সহায়তা করে কৃষি দপ্তর।
বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কণক চন্দ্র রায় উপরোক্ত তথ্যগুলো জানিয়ে তিনি বলেন, কৃষকদের আন্তরিক প্রচেষ্ঠায় দিনদিন বোরো উৎপাদনের মাত্রা বাড়ছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এবং বোরো ধান ৮০ ভাগ পরিপক্ক হলেই কর্তনের জন্য অনুরোধ জানান কৃষকদের প্রতি।
আপনার মতামত লিখুন :