binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে শত্রুতায় বিষ প্রয়োগে জমির ধান নষ্ট   


বিনোদনের পদ্মফুল | রফিকুল ইসলাম নভেম্বর ১৭, ২০২৪, ০১:২৯ পিএম কুড়িগ্রামে শত্রুতায় বিষ প্রয়োগে জমির ধান নষ্ট   

কুড়িগ্রামে শত্রুতায় ঘাস নাশক বিষ ছিটিয়ে জমির ধান নষ্ট করা হয়েছে। নষ্ট হওয়া ধানের ক্ষতিপূরণ দাবি করে অভিযোগ করা হয়। 
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ঝাপুরভিটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘ দিন যাবত ওছমান আলী বাচ্চার ছেলে মো. নুর ইসলাম গং এর সাথে মৃত ঝলকু মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম গং এর জমির বিরোধ চলে আসছিল। যার ধারাবাহিকতায় ২৪ শতাংশ জমির ধান বিষ ছিটিয়ে একেবারেই নষ্ট করে দেয়া হয়। 
নুর ইসলাম গং ধান নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেছেন মৃত বাচ্চা মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (৭০), নজরুল ইসলামের ছেলে সফিকুল (৩৫), নুরনবি (৪০) ও মোস্তাফিজার (৩০) এর বিরুদ্ধে। 
নুর ইসলাম বলেন, আমরা শ্রমজীবি অভাবি মানুষ, অনেক কষ্টে নিজের জমিতে ধান চাষ করেছি। দু-এক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলতাম। ওরা ঘাস মারার বিষ ছিটিয়ে ধান নষ্ট করে দিয়েছে। এখন আমাদের অনাহারে থাকতে হবে।
স্থানীয় আব্দুল করিম বলেন, নুর ইসলামরা পাঁচ ভাই, সকলেই শ্রমিকের কাজ করেন। তারা তাদের জমিতে ধান চাষ করেছে। দু-একদিনের মধ্যে ধান কেটে নিতো। তাদের ধানগুলো বিষ ছিটিয়ে নষ্ঠ করায় মর্মাহত হয়েছি। 
অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, কে বিষ ছিটিয়ে ধান নষ্ট করেছে তা আমার জানা নেই।

Side banner