binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সোনাতলায় কৃষকের মাঝে বিনামূল্যে সার বিজ বিতরণ


বিনোদনের পদ্মফুল | বিকাশ স্বর্ণকার, সোনাতলা (প্রতিনিধি) বগুড়া নভেম্বর ১২, ২০২৪, ০২:৪১ পিএম সোনাতলায় কৃষকের মাঝে বিনামূল্যে সার বিজ বিতরণ

বগুড়ার সোনাতলায় ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি ধরনের কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিজ বিতরণ করা হয়েছে। 
সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সোহরাব হোসেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক। 
অফিস সুত্রে জানা গেছে, অনুষ্ঠানে ৩ হাজার ১ শত ৯০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক, হিসাব রক্ষন কর্মকর্তা রুহুল আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, মৎস্য কর্মকর্তা আতিকুজ্জামান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া আক্তার সুরভী প্রমুখ। 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এ উপজেলার মোট ৩১৯০ জন ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে সরিষা, পেঁয়াজের বীজ সহ বিভিন্ন ধরনের বীজ রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Side banner