binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ধুনটে তিল চাষ বিলুপ্তির পথে আগ্রহ হারাচ্ছে কৃষক


বিনোদনের পদ্মফুল | মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি নভেম্বর ৩, ২০২৪, ০২:১১ পিএম ধুনটে তিল চাষ বিলুপ্তির পথে আগ্রহ হারাচ্ছে কৃষক

গ্রামীণ অর্থনীতিতে যারা কৃষি কাজ করে, তাদের কাছে অতি প্রিয় একটি চাষ তিল। গৃহস্থ সংসার মানেই তিল চাষ থাকবেই। তিল যেমন খাওয়ার কাজে ব্যবহৃত হতো তেমনি তেল তৈরীতেও তিলকে অনেকটাই গুরুত্ব দিতো। এটা বর্তমান আধুনিকের অতীত কথা। বগুড়ার ধুনটে আগের মত এখন আর তেমন তিল চাষ চোখে পড়েনা।
গ্রামাঞ্চলে তিলের চাষ নেই বললেই চলে। সখের বসে সংসারের প্রয়োজনে অনেকে মরিচ বা বেগুনের জমির পাশে সামান্য তিলের চাষ করে থাকে। অনেকে আবার কোন কারনে জমি পতিত রাখার চেয়ে তিল চাষ কনে থাকে। একসময় তিলের ছিলো নানামুখী ব্যবহার। সরিষা ফুলের মতই বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও ভ্রমর তিলের ফুল থেকে মধু আহরণ করতে বেশি পছন্দ করে।
খাবার তেল হিসাবে সরিষার তেলের তুলনায় তিলের তেল বেশি স্বাস্থ্যকর। তাছাড়া তিল থেকে তৈরি নাড়ু, খাজা ও নানান মুখরোচক খাবারও যথেষ্ট জনপ্রিয়। পাশাপাশি প্রসাধনী শিল্পে তিলের স্বচ্ছ তেলের ব্যবহার যুগযুগ ধরে। সব মিলিয়ে তিলের কদর অতি প্রাচীন।

Side banner