শ্রীপুরে লাইনে দাঁড়িয়েও প্রকৃত কৃষকেরা পাচ্ছে না সার
মাগুরার শ্রীপুরে গম, রসুন, পেঁয়াজ, মসুরিসহ রবি মৌসুমের ফসলের জন্য লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না প্রকৃত কৃষকেরা। ডিলারের যোগসাজশে স্লিপের মাধ্যমে বস্তা বস্তা সার যাচ্ছে অন্যত্র। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায় উপজেলার কালিনগর বাজারে সরকার অনুমোদিত বি,সি,আই,সি সার ডিলার মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সে গিয়ে।
কৃষকদের অভিযোগ,