binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে: ইউএনও ফেরদৌস আরা


বিনোদনের পদ্মফুল | ফজলে রাব্বি রিফাত মার্চ ২৬, ২০২৫, ০৭:৫৫ পিএম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে: ইউএনও ফেরদৌস আরা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাঞ্ছারামপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (২৬ মার্চ) মাওলাগঞ্জ বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফেরদৌস আরা বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ, তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোশেদুল আলম চৌধুরী, কৃষি কর্মকর্তা নাছির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ আয়োজন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Side banner