শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প এর আওতায় নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদেক, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, জেলার বিভিন্ন অটো রাইস মিলের মালিক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সহ অন্যরা।
আপনার মতামত লিখুন :