binodonerpadmaful
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা


বিনোদনের পদ্মফুল | ফজলে রাব্বি রিফাত জানুয়ারি ১২, ২০২৫, ০২:৩৪ পিএম বাঞ্ছারামপুর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফেরদৌস আরা। একজন মেধাবী ও দক্ষ প্রশাসক হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ফেরদৌস আরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়।
পরবর্তীতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তার কর্মদক্ষতা ও প্রশাসনিক দক্ষতা প্রশংসিত হয়।
ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শৈশব ও শিক্ষাজীবন অত্যন্ত মনোযোগ এবং অধ্যবসায়ের মাধ্যমে অতিবাহিত হয়েছে, যা তার আজকের সাফল্যের মূল ভিত্তি।
ফেরদৌস আরা বাঞ্ছারামপুর উপজেলায় যোগদানের পর থেকে এলাকাবাসীর মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছে। তার মেধা ও অভিজ্ঞতা উপজেলাকে আরও উন্নত এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়ক হবে বলে সবাই আশাবাদী।
নতুন ইউএনও হিসেবে তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জনসেবায় নতুন মাত্রা যোগ করবেন।
বাঞ্ছারামপুর উপজেলায় তার কার্যকালীন সময়ে নতুন উদ্যোগ এবং উন্নয়নের ধারায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

Side banner