binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সুবিধাবঞ্চিতদের কম্বল দিলেন ধামইরহাট ইউএনও


বিনোদনের পদ্মফুল | ছাইদুল ইসলাম ডিসেম্বর ২৩, ২০২৪, ০৫:১৬ পিএম সুবিধাবঞ্চিতদের কম্বল দিলেন ধামইরহাট ইউএনও

নওগাঁর ধামইরহাটে এতিম শিশু ও সুবিধা বঞ্চিত হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
রবিবার (২২ ডিসেম্বর) রাত দশটার সময় উপজেলার আলমপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় উপজেলার তালিকাভুক্ত হাই-উল-উলুম স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ এতিমখানা, গাংরা পূর্বপাড়া বেসরকারি শিশু সনদ এবং উমার ইউনিয়নের আমাইতাড়া এলাকায় দারুস সালাম তাহফিজুল কোরআন এতিম খানা ও কওমি মাদরসার ৫৪ জন এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে উপজেলার ছিন্নমূল গরিব-দুঃখী ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত এতিমখানারি, শিশু সনদে শিশুদের মধ্যে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে। 
এরপর আমাইতাড়া বাজার মোড়ে কনকনে শীতকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে থাকা দুই নারী ডিম ব্যবসায়ী ও ধামইরহাট পূর্ব বাজার এলাকায় সাতজন ট্রাক ভ্যান লরির কুলিদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। এসময় শীতবস্ত্র (কম্বল) পেয়ে ছিন্নমূল দুঃস্থ ও অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
কম্বল পেয়ে আমাইতাড়া বাজার এলাকার ডিম ব্যবসায়ী আলেয়া বেগম বলেন, একদিকে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য জোগান দিতে হিমশিম খেতে হয়, অন্যদিকে কনকনে ঠাণ্ডায় শীত বস্ত্রের অভাবে দুঃসহ জীবন কাটছে আমাদের। ইউএনও স্যারের কাছ থেকে কম্বল পেয়ে ছেলে মেয়েদের রাতের শীতটা অন্তত কেটে যাবে।
এ ছাড়া দিনমজুর আব্দুর রাজ্জাক বলেন, রাতে ঘুরে ঘুরে এভাবে কম্বল বিতরণ করেননি কোন কর্মকর্তা। ইউএনও স্যার নিজে ডেকে আমাকে একটি কম্বল দিলেন। এই উপহারের কম্বলটি আমাদের ভীষণ উপকারে আসবে।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দকৃত ৫৫৮টি শীতবস্ত্র হিসেবে কম্বল উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু ও পথচারীসহ প্রকৃত ব্যক্তিরা যেন পান এ কারণে সরজমিনে উপস্থিত হয়ে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা (ভারপ্রাপ্ত) সমাজসেবা অফিসার শামসুল ইসলাম, ধামইরহাট প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সচিব ও অধ্যাপক আব্দুর রাজজাক রাজু, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু মুসা স্বপন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

Side banner