ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মাওলাগঞ্জ বাজারে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
৩১ বার তোপধ্বনির মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুর মডেল থানাসহ সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর ও বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মণ।
এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :