binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
খাবারের দোকানে জরিমানা 

ঘাটাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ  


বিনোদনের পদ্মফুল | এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ০৪:৫৯ পিএম ঘাটাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ  

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রাস্তার দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ এবং খাবারের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। 
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।  
নির্বাহী ম্যাজিষ্ট্রট কিশোর দাস জানান, পৌর এলাকার কলেজ মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দোকান থাকার কারণে কলেজ মোড় চত্ত্বরে যানজট সৃষ্টি হয়। এগুলো তুলে নেওয়া জন্য উপজেলা প্রশাসন এবং পৌরসভা থেকে মাইকে ঘোষণা করা হয়। সরকরী নোটিশ না মানায় অভিযান পরিচালনা করা হয়। 
তিনি আরও জানান, লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার, বিউটি ইলেকট্রনিক হাউজ কে ৪ হাজার, মির্জা ইলেক্ট্রনিক কে ৪ হাজার, মেসার্স রহমান ট্রেডার্স কে ২ হাজার, সামিরা ইলেকট্রনিক কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 

Side banner