binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লালপুরে ফুটপাতে মাছের বাজার, ৫ ব্যবসায়ীকে জরিমানা


বিনোদনের পদ্মফুল | ইব্রাহিম হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ০৬:৪১ পিএম লালপুরে ফুটপাতে মাছের বাজার, ৫ ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের লালপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ মাছের বাজার বসিয়ে ব্যবসা পরিচালনা করার দায়ে ৫ মাছ ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা ও ১৮ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে লালপুর বাসস্টান্ডে এঅভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুই এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লালপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধিনায়ক আল মাসুদ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইউএনও মেহেদী হাসান জানান, লালপুর বাজারের প্রবেশমুখে ফুটপাতের ওপর মাছের বাজার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অভিযান চালিয়ে ৫ মাছ ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Side banner