binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেবহাটায় পূজা মন্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা


বিনোদনের পদ্মফুল | ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধি অক্টোবর ১০, ২০২৪, ১১:৪১ পিএম দেবহাটায় পূজা মন্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা

দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শরীফ নেওয়াজ, জেলা জামায়াতের সহ সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-আহবায়ক রাজিব আহমেদ, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাচ্চু সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 
এসময় মন্ডপের সার্বিক নিরাপত্তা সম্পর্কে খোঁজখবর নেন কর্মকর্তারা। যেকোন সমস্যায় প্রশাসন পাশে থেকে সর্বপ্রকার সহযোগীতা করবে বলেও জানান। তাছাড়া বিভিন্ন স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোন প্রকার ভয় ছাড়া উৎসব পালন করার আহবান জানানো হয়। সেই সাথে শারদীয় দুর্গা পূজা যাতে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে সকলের সহযোগিতা কামানা করা হয়।

Side banner