binodonerpadmaful
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাংনীতে জেলা প্রশাসকের সাথে কর্মকর্তাবৃন্দের মতবিনিময়


বিনোদনের পদ্মফুল | মাহাবুল ইসলাম সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৪:৩২ পিএম গাংনীতে জেলা প্রশাসকের সাথে কর্মকর্তাবৃন্দের মতবিনিময়

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ গাংনী উপজেলায় আগমন উপলক্ষে কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর), বিকেল ৪-টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলার প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, গাংনী  উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে মোজাহিদ ইসলাম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন,  দৈনিক জবাবদিহির গাংনী প্রতিনিধি এ সিদ্দিকী শাহীন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, কাজীপুর ইউপি চেয়ারম্যান মু. আলম হুসাইন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন, সহ-সভাপতি এইচ এম বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম, মোহনা টিভির মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদ, বাংলা টিভির মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান, নাগরিক টিভির মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, গাংনী উপজেলা মডেল মসজিদের খতিব ও ঈমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তী।
সভায় নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ গাংনী তথা মেহেরপুরের মানুষের চাহিদা পূরণসহ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Side banner