binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পাটগ্রামে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়


বিনোদনের পদ্মফুল | রাশিদুল ইসলাম বাবু, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:৩৭ পিএম পাটগ্রামে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

লালমনিরহাট জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সকালে পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি সকল শ্রেণী পেশার কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে জেলা প্রশাসক রকিব হায়দারের সঙ্গে এই পরিচিতি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, ছাত্র সমাজ, বিশিষ্টজন ও রাজনৈতিক নেতারা বোমা বেশিন, স্বাস্থ্য খাত, স্থলবন্দর, পরিবেশ সম্পর্কিত বিষয়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
পরে রকিব হায়দার এসব বিষয়ে প্রশাসনের ভূমিকার পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার কথা তুলে ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবার রহমান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Side banner