binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাদারগঞ্জে উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা


বিনোদনের পদ্মফুল | মো. কামাল উদ্দিন এপ্রিল ২৯, ২০২৪, ১০:৪৫ পিএম মাদারগঞ্জে উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা

সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফল বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, মাদারগঞ্জু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
এ সময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, মডেল থানার ওসি মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner