বাঞ্ছারামপুরে মাসিক উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ডিজিটাল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার মাসিক আয়-ব্যয়ের হিসাব, চলমান কাজের অগ্রগতি, শিক্ষা, নারীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা।